Type Here to Get Search Results !

কতদিন তোমার সঙ্গে(কবিতা) ......ত্রিপুরা থেকে নন্দিতা ভট্টাচার্য্য



কতদিন তোমার সঙ্গে......


কতদিন তোমার সঙ্গে কথা হয় না

কতদিন তোমাকে দেখিনা

কতদিন--

আচ্ছা কতদিন বলো দেখি

কত সহস্র বছর-

আমার তো তাই মনে হয়

তোমার--ছাই মনে হয়

কিছুই মনে হয়না তোমার

কখনো হয়নি।


আসলে আমরা সবসময়ই

জীবনকে আমাদের মত করে দেখেছি

যা একেবারেই ভিন্নমুখী ছিল

তবুও কি করে যেন জীবন

আমাদের গেঁথে দিয়েছিল

একটি সুতোয়

তোমার জন্য সেটা হয়তো নিছক ভুল

তাই তুমি কখনো বৃত্তে

আবদ্ধ হতে চাও নি

কিন্তু আমার জন্য সেই ক'টা বছর

হঠাৎ দেখা রডোডেনড্রন

পাহাড়ি রাস্তায় প্রতিটি বাঁকের

  দুর্দান্ত শিহরণ।


এখনো মাঝে মাঝে তোমার বুকের তিলটা

আমায় আনমনা করে দেয়

  কেন জানিনা-

অংকে বরাবর ভালো মার্কস পেলেও

এই অংক গুলো মেলাতে পারিনা

যখন তখন তুমি আমাকে

  এলোমেলো করে দাও


এই তো- দেখো না,

হালকা শীতের আমেজ মাখা চাদর গায়ে

বিকেলটা কেমন তুমি ময়

 হয়ে উঠতে চাইছে

বলছে

কতদিন তোমার সঙ্গে দেখা হয়না

   কতদিন--



- নন্দিতা ভট্টাচার্য্য, ত্রিপুরা

১৯শে সেপ্টেম্বর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.