আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের ফায়ার স্টেশনগুলিকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে : অগ্নিনির্বাপণ মন্ত্রী, ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা মন্ত্রী রামপ্রসাদ পাল বুধবার অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করেন। সচিবালয়ে এই পর্যালোচনা সভায় দপ্তরের সমস্ত কর্মসূচি ও আগামী দিনের পরিকল্পনার বিস্তারিত ভাবে পর্যালোচনা করা হয়। সভায় দফতরের অধিকর্তা ও রাজ্যের সমস্ত ফায়ার স্টেশন অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন,জনস্বার্থে জনতার সেবক হিসেবে দপ্তরকে কাজ করতে হবে। দপ্তরের সমস্ত কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। অনলাইন ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার ২০ দিনের মধ্যে সমস্ত নিয়ম কানুন মেনে প্রদান করতে তিনি দপ্তরকে নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারের এনআইসি'র দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা নির্ভুল অনলাইন ফায়ার ক্লিয়ারেন্স পরিষেবা আগামী এক মাসের মধ্যে চালু করার জন্যও তিনি দপ্তরকে উদ্যোগ নিতে বলেন।

    তিনি বলেন,রাজ্যে ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪৯ টি ফায়ার স্টেশন হয়েছে। রাজ্যের ফায়ার স্টেশনগুলিকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যালোচনা সভায় দফতরের অধিকর্তা অনিন্দ্য কুমার ভট্টাচার্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দপ্তরের প্রবাহমান কর্মসূচি এবং সমস্ত আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাহায্যে এবং পরামর্শে কিভাবে দপ্তরের আধুনিকীকরণ করে সঠিক সময়ে পরিষেবা দেওয়া যায় তার বিস্তৃত কর্মসূচি সবার সামনে তুলে ধরেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৯শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default