গত ১৪ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করার জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু ২০ তারিখও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি দলকে। নিয়ম অনুযায়ী যেখানে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া, না হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। কিন্তু পুলিশ প্রশাসন বিষয়টি ঝুলিয়ে রাখায় উচ্চ আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সোমবার বিষয়টি আদালতে উঠে। বিচারপতি অরিন্দম লোধ তৃণমূল কংগ্রেসের বক্তব্য শোনেন। মঙ্গলবার বিষয়টি ফের আদালতে উঠবে। সম্ভবত সেদিনই জানিয়ে দেওয়া হবে মিছিলের অনুমোদনের ব্যাপারে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ১১ সেপ্টেম্বর তারা প্রথম আগরতলায় মিছিল করার জন্য আবেদন জমা দিয়েছিল। ১৫ সেপ্টেম্বর মিছিল করতে চেয়েছিল তারা। ১৩ সেপ্টেম্বর বলা হয় ওই তারিখ অন্য একটি মিছিলের কর্মসূচি থাকায় তৃণমূলকে অনুমোদন দেওয়া যাবে না। তার পর ১৬ সেপ্টেম্বর চাওয়া হয়। এক্ষেত্রেও অনুমোদন মেলেনি। শেষ পর্যন্ত ১৪ সেপ্টেম্বর আবেদন করা হয়েছে ২২ সেপ্টেম্বর মিছিল করতে দেওয়ার অনুমোদন চেয়ে। অথচ এখন পর্যন্ত প্রশাসন অনুমোদন দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কিছুই জানায়নি। তৃণমূল কংগ্রেসকে তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হতে হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে সেপ্টেম্বর ২০২১