আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের একটি অংশ। সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখায় এরা। অভিযোগ এরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু অনুমোদন মেলেনি, পুলিশ বাধা দেয়।

    এখন পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে ১০৭ জনের মৃত্যু হয়েছে আর্থিক অনটনের কারণে। ঠিকভাবে চিকিৎসা করতে না পারা এবং হতাশার কারণে তাদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। এদিনও তারা একই অভিযোগ করেন। বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। বাঁচার আশাটাই যেন চলে গেছে। সরকার তাদের দাবির প্রতি কোন কর্ণপাত করছে না। চাকরিচ্যুতদের দাবি সরকার যেন প্রতিশ্রুতি মোতাবেক তাদের সমস্যার স্থায়ী সমাধান করে। নয়তো আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২০শে সেপ্টেম্বর ২০২১
     

    3/related/default