বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। রবিবার টুইট করে একথা জানান তাঁর মুখপাত্র ফয়জল ফারুকি। সায়রা বানুর আরোগ্য কামনা করার জন্য তিনি অনুরাগীদের ধন্যবাদও জানান। গত সপ্তাহে সায়রা বানুর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হলে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। গত বুধবার সায়রা বানুকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময় শোনা গিয়েছিল, স্বামী দিলীপ কুমারের প্রয়াণের পর থেকে মানসিক অবসাদে ভুগছেন সায়রা বানু। অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন, কিন্তু তিনি তা করাতে রাজি নন।
আরশিকথা দেশ-বিদেশ
৫ই সেপ্টেম্বর ২০২১