তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পদযাত্রা করতে চেয়েছিলেন। তৃণমূলের অভিযোগ, পুলিশ প্রশাসন তাতে অনুমোদন দেয়নি। প্রথমে ১৫ সেপ্টেম্বর, তারপর ১৬ সেপ্টেম্বর সময় চাওয়া হয়েছিল। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী ধর্ণা প্রদর্শন করা হয় সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে।
তাতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবক্তা কুনাল ঘোষ, স্থানীয় নেতা প্রকাশ দাসসহ অন্যান্যরা।কুনাল জানান, ২২ সেপ্টেম্বর যদি পদযাত্রার অনুমোদন দেওয়া না হয় তাহলে আদালতে মামলা করা হবে। তিনি আরো বলেন, এদিন সুবল ভৌমিকের ভাই মারা যাওয়ায় ধর্ণা কর্মসূচি কিছুটা ছোট করে নেওয়া হয়েছে। তিনি প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৫ই সেপ্টেম্বর ২০২১