Type Here to Get Search Results !

রাজ্যে সফটওয়্যার প্রোগ্রামিংয়ে মেয়েদের জন্য ১৫০ আসনবিশিষ্ট ক্যাম্পাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে মহিলাদের সশক্তিকরণের মধ্য দিয়ে স্বরোজগারি মানসিকতায় স্বনির্ভর ত্রিপুরা গড়ার পথে অগ্রসর হচ্ছে রাজ্য। বুধবার ত্রিপুরায় শিক্ষা ক্ষেত্রে নতুন একটি পালক সংযোজিত হল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শহীদ ভগৎ সিং যুব আবাসে ফ্রী জব লিংক ট্রেনিং ইন সফটওয়্যার প্রোগ্রামিং-এ মেয়েদের জন্য ১৫০ আসন বিশিষ্ট ক্যাম্পাসের সূচনা করে একথা বলেন। বুধবার সচিবালয়ে ২ নং কনফারেন্স হলে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এবং নব গুরুকুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বোতাম টিপে ফ্রী জব লিংক ট্রেনিং ইন সফটওয়্যার প্রোগ্রামিং-এ মেয়েদের জন্য ১৫০ আসনবিশিষ্ট ক্যাম্পাসের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তর এবং নবগুরুকূল ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি কল্যাণ দপ্তর এবং নবগুরুকূল ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এক বলিষ্ঠ পদক্ষেপ। ১৮ মাসের এই ফ্রী রেসিডেন্সিয়াল কোচিং এ সফটওয়্যার ট্রেনিং সহ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সের ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, এই বছর ১৫০ জন দশম শ্রেণী উত্তীর্ণ মেয়েদের নেওয়া হবে। ইতিমধ্যে প্রায় ৪০ জন মেয়ে অনলাইনে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। চাকরির নিশ্চয়তার ক্ষেত্রে নবগুরুকুল সংস্থা দায়িত্বে থাকছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, কর্মকর্তাসহ নবগুরুকুল ফাউন্ডেশনের কর্ণধার এবং সদস্যদের সাধুবাদ জানান। মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রীদের সফল জীবন এবং সুন্দর ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, বর্তমানে শিক্ষাঙ্গনে কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। মূলত এর জন্যই এই উদ্যোগ। এর ফলে রাজ্যের মেয়েরা খুবই উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা এল.টি ডার্লং, নব গুরুকুল ফাউন্ডেশনের সিইও অভিষেক গুপ্তা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

২৯শে সেপ্টেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.