আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আত্মঘাতী হলেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌজন্য

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ২৫ বছরের সৌজন্যর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ভক্তমহলে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর কুম্বালগোদুতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসে। সূত্রের খবর, নিজের অ্যাপার্টমেন্টে ঘরে ফ্যানের সঙ্গে কাপড় ঝুলিয়ে তাতে গলায় ফাঁস দেন সৌজন্য। এদিন পুলিশ তাঁর ঘর থেকে সেই দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কোদাগুর কুশলনগরের বাসিন্দা সৌজন্য। তবে কাজের খাতিরেই বেঙ্গালুরুতে এসে থাকতেন তিনি। এদিন সকালে তাঁর থেকে পুলিশ দেহ উদ্ধার করে এবং সুইসাইড নোটটিও উদ্ধার হয়। সুইসাইড নোটে সৌজন্য উল্লেখ করেছেন তাঁর শারীরিক অসুস্থতা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সমস্যার কথা। সৌজন্যর শরীর খারাপ হওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই চিন্তায় ছিল পরিবার। দিন দিন তা আরও খারাপ হচ্ছিল বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ ছিলেন, তা জানা যায়নি। এমন চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের বাবা-মায়ের কাছে সুইসাইড নোটে বারংবার ক্ষমা চেয়েছেন সৌজন্য। তিনটি পাতার দীর্ঘ সুইসাইড নোটটি প্রায় তিন দিন ধরে লিখেছিলেন তিনি। কারণ, সুইসাইড নোটটিটে ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ করা হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, গত তিন দিন ধরেই আত্মহত্যার পরিকল্পনা করে ফেলেছিলেন সৌজন্য। এবং সেই মতোই তিনি এদিন চরম পথ বেছে নেন।


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসুত্রঃ ইন্টারনেট

    ৩০শে সেপ্টেম্বর ২০২১ 
     

    3/related/default