আগরতলা পুর নিগমের নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। প্রথম দিনে বিভিন্ন দলের মোট ৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার আগরতলা পুর নিগমের ১ থেকে ১৭ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের কাছে ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৮ থেকে ৩৪ নং ওয়ার্ডের রিটারর্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৩৫-৫১ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
উল্লেখ্য, বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সিপিআই(এম) ৩৯টি, সিপিআই ৩টি, আরএসপি দলের ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭শে অক্টোবর ২০২১