Type Here to Get Search Results !

প্রার্থী ঘোষণার পরই মনোনয়নপত্র জমা দিলেন পুর নিগমের বাম প্রার্থীরাঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আগরতলা পুর নিগমের ৫১ টি আসনের মধ্যে সবক'টিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট। তবে প্রথম পর্বে ১৬টি আসন বাদে অন্যগুলিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার প্রার্থী তালিকা প্রকাশের পরপরই বিরাট মিছিল করে রিটার্নিং অফিসার সদর মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বামফ্রন্ট প্রার্থীরা।

সাংবাদিক সম্মেলনে সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস নামের তালিকা ঘোষণা দেন
। ৩ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সি পি আই এর রাকেশ দাস, ৫ নং আসনে সিপিএমের কৃষ্ণা মজুমদার, ৭ নং আসনে যমুনা দাস, ৮ নং আসনে গীতা দেব এবং ৯ নং প্রার্থীর নামও গীতা দেব। ১১ নং আসনে সুদীপ পাল, ১২ নং আসনে কাজল রেখা সিনহা, ১৩ নং আসনে কৌশিক চক্রবর্তী, ১৬ নং আসনে সুশোভন দত্ত মজুমদার, ১৭ নং আসনে ফুলন ভট্টাচার্যী,১৮ নং আসনে দুর্গা প্রসাদ চক্রবর্তী,১৯ নং আসনে অপরূপা দেববর্মা, ২১ নং আসনে জয়া বিশ্বাস, ২২ নং আসনে যমুনা দেববর্মা, ২৩ নং আসনের উমা চন্দ, ২৪ নং আসনে জ্যোৎস্না সিনহা, ২৫ নং আসনে কল্পনা শিব, ২৭ নং আসনে সুশান্ত দাস, ২৮ নং আসনে সমর চক্রবর্তী, ৩০নং আসনে প্রবোধ দাস, ৩১ নং আসনে লিপিকা দাস, ৩২ নং কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী মাধবী চৌধুরী বর্ধন, ৩৩ নং অভিজিৎ ভট্টাচার্য, ৩৪ নং জুয়েল দত্ত চৌধুরী, ৩৭ নং রতন দাস,৩৮ নং বুল্টি বিশ্বাস, ৩৯ নং কেন্দ্রে আর এস পি'র মিঠুন শীল, ৪০ নং কেন্দ্রে আরএসপি দলেরই রুমা ভট্টাচার্য, ৪২ নং বিথীকা পাল ,৪৩নং কিশোর রায়, ৪৫ নং পিয়ালী চৌধুরী, ৪৬ নং রুচি পাল দেব, ৪৭ নং দেবতনু রায়, ৪৮নং যশোদা দাস, ৪৯ নং কেন্দ্রে সিপিআই-এর ধনমনি সিং। সাংবাদিক সম্মেলনে রতন দাস ছাড়াও ছিলেন সিপিএমের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী, আরএসপি'র কালীপদ ভট্টাচার্য, সিপিআই-এর মিলন বৈদ্য এবং ফরওয়ার্ড ব্লকের অভিজিৎ ধর। রতন দাস আগরতলার নাগরিকদের প্রতি আহ্বান জানান উন্নত নাগরিক পরিষেবার জন্য বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার। পাশাপাশি বর্তমান পুরনিগম এলাকায় নানা অব্যবস্থা এবং নাগরিক পরিষেবা প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। অবাধ স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন তিনি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৭শে অক্টোবর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.