আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর ও নগর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল : কুনাল ঘোষ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আদি বিজেপি দল বিলীন হয়ে গেল তৃণমূল কংগ্রেসে। পরীক্ষিৎ দেববর্মা আদি বিজেপি গঠন করেছিলেন। এবার তিনি সদলবলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার রাজধানীর একটি হোটেলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তাকে বরণ করে নেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। সঙ্গে ছিলেন দলের রাজ্য স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, সদস্যা সুস্মিতা দেব, সদস্য প্রকাশ দাসসহ অন্যান্যরা। এদিন স্টিয়ারিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে পুর ও নগর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রী ঘোষ বলেন, পুর ও নগর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। আগামী ৩১ অক্টোবর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূল কংগ্রেস এক ঐতিহাসিক সমাবেশ করতে চলেছে বলে জানান শ্রী ঘোষ। তিনি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আসছেন। সারা রাজ্য থেকে ঐদিন দলের কর্মী সমর্থকরা আসবেন বলে জানান তিনি। বরাবরের মতোই এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি শাসক দল বিজেপি'র সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর পাশে আছে বলে দাবি করেন তিনি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ২৭শে অক্টোবর ২০২১
     

    3/related/default