আগরতলা পুর নিগমের নির্বাচনে ৫১টিতেই অর্থাৎ সব ক'টি আসনে প্রার্থী দেবে প্রদেশ কংগ্রেস। আগামী ১ নভেম্বর কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান স্থানীয় কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন সুব্রত সিনহাসহ অন্যান্য কার্যকর্তারা। প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষের পথে বলে জানান তিনি। শ্রী ভট্টাচার্য আহ্বান জানান, পুর নিগম এলাকার নাগরিকরা ঠিকভাবে পরিষেবা পেতে যেন কংগ্রেস প্রার্থীদের জয়ী করেন। সেইসঙ্গে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৬শে অক্টোবর ২০২১