আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মাছ বিক্রি করে রাতারাতি কোটিপতি দিঘার ট্রলার মালিক

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মাছ বিক্রি করে প্রায় এক কোটি টাকা আয় করলেন দিঘার এক ট্রলার মালিক। মঙ্গলবার দিঘা মোহনার মাছের বাজারে এক ঝাঁক তেলিয়া ভোলা মাছ বিক্রি করে প্রায় এক কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন চঞ্চল মালিক। ‘মা বাসন্তী’ নামে একটি ট্রলার রয়েছে চঞ্চলের। সম্প্রতি মাছ ধরে তীরে ফেরে ওই ট্রলারটি। ট্রলারে ৩৩টি তেলিয়া ভোলা মাছ ছিল। তা বিক্রি হয়েছে প্রায় এক কোটি টাকায়। দিঘা মোহনার আড়তদার শ্যামসুন্দর দাসের আড়তে ওঠে ওই মাছ। তিনি বলেন, ‘‘মাছগুলি নিলামে কেজি প্রতি প্রায় ১২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম উঠেছে প্রায় ৯৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।’’ ওই মাছ দেখতে আড়তে ভিড় জমে যায়। মাছের বাজারে তেলিয়া ভোলার দর সব সময়েই বেশি থাকে। এই মাছের বিভিন্ন অংশ চিকিৎসা-সহ নানা কাজে ব্যবহৃত হয়। একটি মাছের ওজন যত বেশি তার কেজি প্রতি দামও তেমন হয় বলেই মৎস্যজীবীদের মত। তবে তেলিয়া ভোলা মাছ বিক্রি করে একদিনে কোটিপতি হওয়ার ঘটনা প্রায় বেনজির। 


    আরশিকথা দেশ-বিদেশ


    তথ্যসূত্রঃ ইন্টারনেট

    ২৬শে অক্টোবর ২০২১
     

    3/related/default