আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হে পিতা তোমার পরশ" - বাংলাদেশ থেকে আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী এর কবিতা

    আরশি কথা

    হে পিতা তোমার পরশ.....


    হে পিতা তোমার পরশ

    পাই আমি এই বাংলার জল-কাদায়

    অর্হনিশি ছুয়ে যায় আবেগ সহসায়।

    আমি এই বাংলার বাতাসে

    পাই তোমার রক্তের নোনা স্বাধ,

    আবেগ ভুলে স্বপ্ন চোখে।


    হে পিতা তোমার তুমি কে

    খুজে ফিরি পদ্মা মেঘনা যমুনা কূলে,

    অদম্য জোয়ারের মাতাল স্রোতে।

    হয়ত পাই কখনও কিংবা পাই না

    আমার মত করে সাজানো মঞ্চের

    নেতৃত্বের বজ্র কন্ঠ সুরে।


    হে পিতা তোমার আদর্শনীতি

    আজ সবই ভুলে গেছে এই জাতি,

    দিনের আলোকে করেছে অন্ধকার নিশি।


    আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী

    বাংলাদেশ


    ১৭ই অক্টোবর ২০২১


     

    3/related/default