Type Here to Get Search Results !

সংঘাত" - আটলান্টা থেকে রবীন্দ্র চক্রবর্তী এর কবিতা

সংঘাত" 


সোমনাথ আজো আছে

জন-অরণ্য ভিড়ে -

সামান্য সে খুশি চায়

তার ভাঙা নীড়ে;

সে চাওয়া কি দোষ তার?

তবে কেন লোকে,

নিচু করে দেয় তারে

আপনার চোখে?


জীবনের ভিত নড়ে 

বাস্তবের চাপে - 

আদর্শ অদৃশ্য হয় 

ধোঁয়াশা প্রলাপে! 

কি ঠিক কি ভুল তার 

নেই কোনো রেখা; 

মেনে নিতে হয় সবই 

জীবনের লেখা। 

 

উচ্চাকাঙ্ক্ষা কাকে বলে,

শ্যামলেন্দু জানে -

নীতি বোধে সীমাবদ্ধ;

তাই পিছু টানে;

চৌকাঠ পেরোলেই

সাফল্যের মালা -  

মূল্য দেয় মূল্যবোধ,

কেনে অন্তর জ্বালা!


যে বেদনা নিস্তব্ধ

জানে না তো কেউ,

নিঃশব্দ সংঘাত আনে

কাল জয়ী ঢেউ।

যে কান্না শোনা যায়

তার মাপ স্থির;

যে অশ্রু নীরব তার

ক্ষত যে গভীর!


-রবীন্দ্র চক্রবর্তী, আটলান্টা 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৭ই অক্টোবর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.