পেট্রোল ও ডিজেলের দামে যেন প্রতিযোগিতা চলছে ঃ আগরতলা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সেঞ্চুরি করার পরও দৌড়াচ্ছে ডিজেলের দাম। পেট্রোলের দামের পিছন পিছন ছুটছে ডিজেলের দাম। শনিবার আগরতলার বাজারে ডিজেল প্রতি লিটারের দাম ছিল ১০১ টাকা ১পয়সা। রবিবার তা বেড়ে হয়েছে ১০১ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ ৩৬ পয়সা লিটার প্রতি বাড়লো ডিজেলের দাম। এদিকে পেট্রোলের দাম এদিন ছিল ১০৭ টাকা ৭৯ পয়সা। শনিবার পেট্রোল প্রতি লিটার ছিল ১০৭ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ইদানিং প্রতিদিন জ্বালানি তেলের দাম বাড়ছে। পেট্রোল ও ডিজেলের দাম এখন প্রায় কাছাকাছি। এই হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যারপরনাই ক্ষুব্ধ সাধারণ জনগণ।জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। রাজধানীর পেট্রোল পাম্পগুলির ডিলাররাই স্বীকার করছেন তেলের বিক্রি এখন অনেকটাই কমে গেছে। সাধারণ মানুষরা এখন বেশি পরিমাণ পেট্রোল কিনছেন না।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২৪শে অক্টোবর ২০২১
 

3/related/default