শুক্রবার আমতলী থানা এলাকায় তৃণমূল কংগ্রেসের আক্রান্ত হওয়া সহ অন্যান্য ঘটনায় পুলিশ একটি ক্ষেত্রেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে প্রদেশ তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তাই দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার পুলিশ হেডকোয়ার্টারে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংসদ শান্তনু সেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ সুস্মিতা দেব, স্থানীয় নেতৃত্ব সুবল ভৌমিক ও বাপ্টু চক্রবর্তী। সাংসদ শ্রী সেন জানান, তারা তথ্য-প্রমাণসহ ভিডিও ফুটেজ জমা দিয়েছেন। দুর্বৃত্তরা এখন আর মুখ ঢেকে নয় প্রকাশ্যেই হামলা চালাচ্ছে। পুলিশ যদি ১২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার না করে তাহলে দল রাজ্যে আন্দোলন গড়ে তুলবে। পাশাপাশি সংসদের শীতকালীন অধিবেশনে বিষয়টি তোলা হবে। সেই সঙ্গে তিনি এও বলেন, ডিজিপি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। প্রসঙ্গত গত কয়েক মাসে তৃণমূল কংগ্রেস রাজ্যে অস্তিত্ব জানান দিতেই বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ আসছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩শে অক্টোবর ২০২১