নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানির ওটিপিসি এর উদ্যোগে এজিএমসি এবং জিবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ২৪৪ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওটিপিসি'র এম ডি এস নাম্বুদ্রিপাদ সিলিন্ডারগুলি এজিএমসি এবং জিবি হাসপাতালের তরফে মেডিকেল সুপার ডা: এস দেববর্মার হাতে তুলে দেয়। ওটিপিসি'র এমডি বলেন, কর্তৃপক্ষ তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে তাদের লভ্যাংশের দুই-তৃতীয়াংশ খরচ করে থাকে। গত দুই বছর স্বাস্থ্য ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু উদ্যোগ নিয়েছে ওটিপিসি। হাসপাতালের সুপার ডা: এস দেববর্মা বলেন, করোন অতিমারির শুরুতেই বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের জন্য বেসরকারি সংস্থার কাছে সাহায্য চাওয়া হয়। ওটিপিসি কর্তৃপক্ষ এ বছর তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর খাতে ২ কোটি টাকা বরাদ্দ করেছে। এর জন্য এর আগে আইজিএম হাসপাতালে ৮০ লক্ষ টাকা ব্যয়ে এ ধরনের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা কতৃপক্ষকে ২৫ লক্ষ টাকা সাহায্য করেছে এই সংস্থা। তিনি আরো বলেন, এই অক্সিজেন সিলিন্ডার ৪৭ কেজি ক্ষমতাসম্পন্ন ও বহনযোগ্য। ওটিপিসি আগামী দিনে তাদের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছে তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে অক্টোবর ২০২১