বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আবারো মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ প্রশাসনকে শক্তির সঙ্গে এ ধরনের ঘটনার মোকাবেলা করা প্রয়োজন। সংখ্যালঘুদের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ জরুরি। তবেই বাংলাদেশ যে সঠিক দিশায় এগিয়ে চলেছে সে বিষয়ে সারাবিশ্বে বার্তা দেওয়া সম্ভব হবে। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, মন্দির, দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর, হত্যার ঘটনা ষড়যন্ত্রমূলক বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক কলঙ্কিত করতে মৌলবাদীরা হিংসাত্মক কার্যকলাপ করেছে বলে প্রতিক্রিয়ায় জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিল্লি থেকে তিনি আগরতলায় আসেন। এদিন সকালে এমবিবি বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৯শে অক্টোবর ২০২১