Type Here to Get Search Results !

ছোবল..... ত্রিপুরা থেকে দেবাশ্রিতা চৌধুরী'র কবিতা

ছোবল.....


আলেয়া পাতা কুড়োতে গিয়ে সাপের ছোবল খেল ক'মাস পর পেটে কিলবিল ,খলবল মোচড় রক্তচক্ষু আড়াল থেকে ভয় দেখায় ভয় দেখায় মৃত্যু ভয়ের মত আর কোনো ভয় নাই জীবন লোভ দেখায় আনাচে কানাচে খালাস হয়ে গেলে আবার আসিস ধর্মযুদ্ধ হোক বা না হোক মুখ ধুয়ে আবার আসিস পড়ন্ত বিকেলের নিভন্ত আঁচে সেঁকে নেবো পাতার আগুনে খাজুরাহো অজন্তা ইলোরার মত বাঁকে বাঁকে অনন্ত বিজয় রেখার পরতে পরতে। ছড়ার জলে আধডোবা গর্ভবতী আলেয়ার বোজা চোখে খোলা ঠোঁটে কেউটের বিষ দু'জন এখন ঘুমিয়ে পড়েছে জলের শীতল কোলে ভেজা চাদর গায়ে ওম খুঁজে বেহেশত আরও দূরের পথ,যেতে হবে বহু পথ স্বর্গের পিচ্ছিল পথে হোঁচট খেয়ে বহু পথ...


- দেবাশ্রিতা চৌধুরী, ত্রিপুরা


১১ই অক্টোবর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.