ভবানীপুর উপনির্বাচনে প্রত্যাশিত জয় মমতা বন্দ্যোপাধ্যায় এর

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে প্রত্যাশিতভাবেই জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা একেবারেই রেকর্ড। ২০১১ সালে নিজের প্রাপ্ত রেকর্ড ভাঙলেন তিনি নিজেই।রবিবার দুপুরে ভোটের ফলাফল স্পষ্ট হতেই কালীঘাটের বাড়ির বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ ধরে গোটা পরিস্থিতি বুঝে নিয়ে নিজের প্রতিক্রয়া দিলেন। বললেন, ”ভবানীপুরে ভাষাভাষি নির্বিশেষে সকলে আমাদের ভোট দিয়েছেন। ভবানীপুর শুধু নয়, সারা ভারতের মানুষজন আসলে আমাদের জিতিয়েছেন। কোনও ওয়ার্ডেই আমরা হারিনি এবার। এটা খুব গুরুত্বপূর্ণ। কোথাও কম, কোথাও বেশি ভোট পেয়েছি। কিন্তু কোথাও হারিনি।” পরিসংখ্যান বলছে, ভবানীপুর  উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৭০৯। যা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে ৫৮ হাজার ৮৩২ ভোট বেশি। 


আরশিকথা দেশ-বিদেশ

৩রা অক্টোবর ২০২১
 

3/related/default