Type Here to Get Search Results !

‘ভারত থেকে সৌরবিদ্যুৎ, নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা বাংলাদেশের

আবু আলী ঢাকা, আরশিকথা ॥ ভারত থেকে সৌরবিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার সচিবালয়ে 'সিওপি ২৬' এর এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার অ্যাম্বাসেডর কেন ও ফ্লাহারটির সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, 'নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নে বছরভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের রোডম্যাপ করা হয়েছে।' তিনি বলেন, 'কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নেওয়াকে সমর্থন করে বাংলাদেশ পরিকল্পনামাফিক কাজ করছে। ইলেকট্রনিক ভিহাইকেল ব্যবহার সংক্রান্ত নীতিমালা করা হচ্ছে।' সৌর বিদ্যুৎ প্রসারে প্রচুর অকৃষি ভূমি প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এটা বেশ কষ্টসাধ্য। তিনি বলেন, 'বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ নিয়ে কাজ হচ্ছে। ভারত থেকে সৌরবিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভারনারেবল ফোরামের সভাপতি হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ অ্যাডভোকেসি করছে বলেও জানান তিনি। এ সময় অন্যান্যদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৪ই অক্টোবর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.