তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু সেন, স্থানীয় নেতা বাপ্টু চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রী সেন বলেন, নাকি গান্ধীজীর অহিংস ও সত্যাগ্রহ আন্দোলনের মতোই দলনেত্রী মমতা ব্যানার্জি ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে আগামীদিনে এক নতুন উন্নয়নের ত্রিপুরা এনে দেবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা অক্টোবর ২০২১