রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন করা হয় শনিবার। অন্যান্য বারের মতো এবছরও মূল অনুষ্ঠান হয় কংগ্রেস ভবনের সামনে। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা, লক্ষ্মী নাগ, হরেকৃষ্ণ ভৌমিকসহ অন্যান্য কার্যকর্তারা। জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পর গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।
বক্তব্য রাখতে গিয়ে পিসিসি সভাপতি মহাত্মা গান্ধীর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা অক্টোবর ২০২১