Type Here to Get Search Results !

মৃত কৃষকদের পরিবার পিছু ৪৫ লক্ষ আর্থিক সাহায্যের আশ্বাস যোগীর, উঠল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


উত্তরপ্রদেশের মৃত কৃষকদের পরিবারের পাশে দাঁড়াল যোগী আদিত্যনাথ সরকার। সোমবার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল তারা। মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ এবং জখম চাষিদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। নিহতদের পরিবারের এক সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আর সেই প্রতিশ্রুতি পেয়ে কৃষকরা সে রাজ্যে চলতে থাকা বিক্ষোভে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এবার মৃতদের সৎকার করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, রবিবার সন্ধেয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হন বিক্ষোভকারী কৃষকরা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি এলাকা। কৃষকদের ক্ষোভ প্রশমন করতে সোমবার সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছিল প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি ছিল, মৃত ৪ কৃষকের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে সরকারকে। ব্যবস্থা করতে হবে চাকরির। ওই ঘটনার জন্য যাঁরা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা্ও করতে হবে।কৃষকদের সমস্ত দাবিই কার্যত মেনে নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।


আরশিকথা দেশ-বিদেশ

৪ঠা অক্টোবর ২০২১ 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.