কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সোমবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক বৈঠক করেন। এসসি, ওবিসি, দিব্যাঙ্গ, প্রবীণ নাগরিকরা কিভাবে আরো বেশি করে এই দপ্তরের সুবিধা পেতে পারেন সে বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। কারণ তাঁর দপ্তরের অধীনেই রয়েছে তপশিলি জাতি, ওবিসি, দিব্যাঙ্গ এবং প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রতিমা ভৌমিক বলেন, এতদিন হয়তো অনেকেই জানতেন না কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে রয়েছে এই বিভাগগুলি। চলতি মাসের শেষ দিক থেকে এই মন্ত্রকের কাজ ব্যাপকভাবে ত্রিপুরায় দেখা যাবে বলে আশ্বস্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিনের বৈঠকে এসসি, ওবিসি ও প্রবীণ নাগরিকদের একটি অংশ উপস্থিত ছিলেন। তারা জনগণের কাছে বার্তা পৌঁছে দেবেন কিভাবে এরা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের যাবতীয় সুযোগ-সুবিধা পেতে পারেন। যে কারুর কোন সমস্যা হলে প্রতিমা ভৌমিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে তিনি নিজেই জানান। তার দপ্তরের অধীনে অনেক প্রকল্প রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আগেও এই দপ্তরের কাজ হয়েছে রাজ্যে। তবে শারদোৎসবের পর থেকে ব্যাপকহারে হবে বলে তিনি এদিন দলীয় কার্যালয়ে ডাকা বৈঠকে স্থানীয় নেতৃত্বদের আশ্বস্ত করেছেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা অক্টোবর ২০২১