গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খান। তার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ উঠেছে। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টি থেকে আটক করা হয় তাঁকে। একটানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। তাঁর সঙ্গে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে থাকতে হবে প্রত্যেককে। ঘটনার সূত্রপাত হয় শনিবার গভীর রাতে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি’র আধিকারিকরা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে চড়েন। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে রওনা হয় ক্রুজটি। ভিতরেই চলছিল পার্টি। পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন করা হবে, সেই খবর নাকি এনসিবি আধিকারিকদের কাছে আগে থেকেই ছিল। সেই মতো পার্টিতে নজর রাখছিলেন আধিকারিকরা।হাতেনাতে পাকড়াও করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের। প্রচুর নিষিদ্ধ মাদক বাজেয়াপ্তও করা হয়েছে। প্রথমে ১০ জনকে আটক করার খবর মিলেছিল। পরে শোনা যায়, আরিয়ান-সহ আটজনকে জিজ্ঞাসাবাদ করছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। যার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
৩রা অক্টোবর ২০২১