বুধবার হায়দরাবাদ থেকে বিরাট কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের বিশেষ দল। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিতে পারে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের খবর, রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনি নামের ওই যুবক আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে একটি ফুড ডেলিভারি অ্যাপে কাজ করত সে। টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর বিরাট কোহলির ৯ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেয় ওই যুবক। তারপর থেকেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্যে ওই যুবকের খোঁজ শুরু করে মুম্বই পুলিশ। চমকপ্রদ বিষয় হল, বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার পর ভয়ে নিজের টুইটার হ্যান্ডেলটি পুরোপুরি বদলে ফেলে অভিযুক্ত। নিজেকে পাকিস্তানি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে সে। বলা ভাল টুইটারে পাকিস্তানি সেজেছিল সে। কিন্তু তার কোনও জারিজুরিই কাজ করেনি। বুধবার হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্রঃ ইন্টারনেট
১০ই নভেম্বর ২০২১