স্বামী বিবেকানন্দের জীবনাদর্শের নির্দেশিত পথে আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনের পথে এগিয়ে চললে লক্ষ্য অর্জনের পথকে সুগম করে। গতানুগতিকতার উর্দ্ধে উঠে ব্যতিক্রমী কাজ মানুষের মনে জায়গা করে নেয়। আজ বিবেকনগর রামকৃষ্ণ মিশনে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মিশন চত্বরে বেশ কিছু পরিষেবারও সূচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে করা যেকোন কাজে সাফল্য অবশ্যম্ভাবী। রক্তদান শিবিরে কারা মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। শুধুমাত্র রাজ্য নয়, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের গড়িমা সম্মানজনক অবস্থানে রয়েছে।
রক্তদান শিবিরে বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভঙ্কারানন্দ মহারাজ বলেন, মিশনের বিভিন্ন প্রয়োজনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির নজির রেখেছে রাজ্য সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজুমদার, পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নিতি দেব, অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস প্রমুখ।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১০ই নভেম্বর ২০২১