পাহাড়ের পাশাপাশি আগরতলা পুর নিগমেও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তিপ্রা মথা। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি আসনেই প্রার্থী দিয়েছেন এরা। দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনেকদিন আগেই বলেছিলেন সমতলেও প্রতিদ্বন্দিতা করবেন তারা। কিন্তু রাজধানীতে মাত্র পাঁচটি আসনে প্রার্থী দিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন ১১ নং, ১২ নং, ১৭ নং,১৯ নং এবং ২২ নং ওয়ার্ডের প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেন। তাদের নেতৃত্বে ছিলেন দলের নেতা তথা এমডিসি চিত্তরঞ্জন দেববর্মা। তিনি বলেন, যেখানে যেখানে দলের সমর্থক আছেন সেখানেই প্রার্থী দেওয়া হবে। শাসক দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন বলে জানান তিনি। এদিন প্রার্থীদের সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। তবে তারা সংখ্যায় খুব বেশি ছিলেন না। আমবাসাসহ বেশ কয়েকটি পুর ও নগর নির্বাচনে তাদের দল উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী দিচ্ছে বলে দাবি করেন চিত্তরঞ্জন দেববর্মা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২রা নভেম্বর ২০২১