জগৎগুরু নিম্বাকাচার্য্যের ৫১১৭ তম জন্মজয়ন্তী উৎসব এবছর আগরতলার স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড নিম্বার্ক পরিষদের উদ্যোগে রাজধানীর মধ্য ভুবনবনস্থিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব শান্তি যজ্ঞ, স্বাস্থ্য শিবির, চিত্র কলা প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নিম্বার্ক দর্শন ও বিশ্ব শান্তি নিয়ে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ নভেম্বর। এই উৎসবে দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিদগ্ধ পন্ডিতরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণ করবেন সেমিনারে। গোটা উৎসবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন কুম্ভ মেলা শ্রীমন্ত তথা ওয়ার্ল্ড নিম্বার্ক পরিষদের প্রতিষ্ঠাতা ডঃ বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই নভেম্বর ২০২১