Type Here to Get Search Results !

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুরে আটক ২০ ঃ বাংলাদেশ

আবু আলী ঢাকা, আরশিকথা ॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার খালিশপুর ৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার ভোরের দিকে মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় সোনাইডাঙ্গা এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। এর মধ্যে সাতজন পুরুষ, আটজন নারী ও পাঁচ শিশু। আটক সবার নামে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকরা মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, যশোর, টাঙ্গাইল জেলার বাসিন্দা।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৮ই নভেম্বর ২০২১