।। দু অধ্যায়ি ।।
....... ...................................
মেঘ উড়ে যায় কোন ঠিকানায়
কেউ কি জানে !
নদীর নীরব বয়ে যাওয়া
মনে হাজার ভাবনা আনে...
জীবন আসে জীবন থেকে....
মাঝে মাঝে মরণ হয়ে আততায়ী
জানিয়ে যায় জীবন শুধু
দু অধ্যায়ি ।
ক্ষণিকের অতিথি তো বসন্ত হায়
কত রঙ আর রসে সাজায়
রূপের ডালি
তার পর সেই গ্রীষ্ম দহণ
নয়তো ভেজা আষাঢ় - শ্রাবণ
শরৎ আর হেমন্ত তো স্বপ্ন খালি !
-পার্থ প্রতিম
ত্রিপুরা
১৩ই নভেম্বর ২০২১