দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত
এমন একটি নাছোড়বান্দা মেয়ে।
হাজার লোকের ভীড়ের মাঝে ও
থাকে সে শুধু তোমারই পথ চেয়ে।
তোমার খোঁজ দেয় তাকে যে আকাশ,
তোমার খোঁজ দেয় দক্ষিনা বাতাস,
হৃদয় জুড়ে আছ তার শুধু তুমি,
দিতে পারে শুধু এইটুকুই আশ্বাস।
অপেক্ষায় আছে সেই দিনটির খুব,
তোমার বুকে মাথা রেখে
ভিজবে বৃষ্টি সে হয়ে চুপ।
বৃষ্টিধারা নিয়ে যাবে ধুয়ে;
তার চোখের সব জল।
সারাজীবন শুধু থেকে যাবে পাশে
হয়ে তোমার বাঁচার সম্বল।
- শর্মিষ্ঠা ভট্টাচার্য
ত্রিপুরা
১৫ই নভেম্বর ২০২১