আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুঃস্বপ্নের ধ্বনি" - ত্রিপুরা থেকে অনামিকা লস্কর ভৌমিক এর কবিতা

    আরশি কথা

    দুঃস্বপ্নের ধ্বনি"


     অদেখা ইয়ারো

    স্বপ্নে যেমন রঙিন

    তুমিও ছিলে তেমন,

    বড়ো ভালোবেসেছিলাম।


    ঘোর কাটা বেলাভূমি

    বন্ধ্যা পাথর হলো

    বিদ্যুৎ বজ্রপাতে

    দিগন্তের রামধনু প্রহসন।


    স্বপ্নের কুঁড়িতে ভীমরুল

    বাসা বাঁধে অবাধে,

    ছারপোকা চিরে ফুরে

    রক্ত চোষে যায়।


    দেখেছি ইয়ারো

    স্বরূপে ভঙ্গুর তুমি

    চিবুক চুইয়ে ছুয়ে যায়

    দুঃস্বপ্নের ধ্বনি।।


    অনামিকা লস্কর ভৌমিক

    ত্রিপুরা


    ৫ই ডিসেম্বর ২০২১


     

    3/related/default