আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিতা - এসো পূর্ণিমা আনি ঃ কলমে - সুচিত্রা দাস, ত্রিপুরা

    আরশি কথা

    এসো পূর্ণিমা আনি....


    রাত নামে আঁধার  হয় 

    ব্যস্ততা  সারাদিন  তবুও  

    ভালোবাসারা প্রলুব্ধ  আতস কাঁচে,

    ওরা ঝিঁঝি  পোকার দল  নোঙর  ফেলে পোতাশ্রয়ে

    চুমু খায় আরশীতে রাখা ঠোঁটে।

    বিথারি যায় হাসি তব নিটোল চোখ কিছু কথা বলে 

    মাঝেমাঝে যবনিকা পড়ে পাখিরাও করে খেলা  

    বেলা যায় বয়ে। 

    এইখানে ভরেছ ভাঁড়ার  এইখানে শঙ্খ সমুদ্রনাদ। 

    এইখানে বরফ শীতল দেহ

    এইখানে কচি ঘাসপাতার ঘ্রাণ। 

    তাদেরই ঘ্রাণে  বিচিত্র  ঢংয়ে যুগান্তরের যাওয়া-আসা; 

    আমরা উজার করে দেই ভালোবাসা। 

    জোছনার পরে  জোছনা আসে,

    আশাহত তুমি;

    বিষন্ন মনে চশমা খুলে রাখ টেবিলের কোনে

    চোখ পড়ে জানালার শার্শিতে এসো আঁধার ঠেলে পূর্ণিমা আনি।


    - সুচিত্রা  দাস, ত্রিপুরা


    ৫ই ডিসেম্বর ২০২১

     

    3/related/default