আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিক্ষায় বেসরকারিকরণ ও নিয়োগের আউটসোর্সিং'র প্রতিবাদে বাম ছাত্র যুবরাঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শিক্ষায় বেসরকারীকরণ এবং নিয়োগে আউটসোর্সিং এর প্রতিবাদে সোচ্চার হলো বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই,এসএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ। সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে গণঅবস্থান করে এরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। তাতে সমূহ বিপদের মুখে পড়বে ছাত্রছাত্রীরা। তিনি প্রশ্ন তোলেন বেসরকারি সংস্থা যদি শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে তাহলে সরকার কেন পারবেন না? এদিকে সরকারী নিয়োগ বন্ধ করে নিয়োগে আউটসোর্সিং এর তীব্র প্রতিবাদ জানান তিনি।

    দাবি জানান সরকারের সমস্ত শূন্য পদে সরকারি ভাবে যেন নিয়োগ করা হয়। আউটসোর্সিং বন্ধের দাবি জানান। ছাত্রযুবদের স্বার্থে সরকার যদি এই দাবিগুলো পূরণ না করে কিংবা নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে বামপন্থী ছাত্র যুব আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন নবারুণ। এদিনের গণঅবস্থান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২০শে ডিসেম্বর ২০২১
     

    3/related/default