সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই দু'দিনের রাজ্য সফরে আসছেন। আগামী ২ জানুয়ারি দু'দিনের সফরে আসবেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ব্যানার্জি এখবর জানিয়েছেন। তিনি বলেন, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। তার পরের দিন ২ জানুয়ারি দু'দিনের সফরে আসবেন অভিষেক ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে যাবেন তিনি, তাদের খোঁজখবর নেবেন। তাছাড়া সাংগঠনিক পর্যায়ে বৈঠকও করবেন। দু'দিন অভিষেক ব্যানার্জীর টানা কর্মসূচি রয়েছে বলে জানান রাজিব ব্যানার্জী। অভিষেকের কর্মসূচি ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২০শে দীম্বের ২০২১