Type Here to Get Search Results !

পানামা নথি মামলা : ঐশ্বর্য্যকে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডি-র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

পানামা নথি মামলায় ঐশ্বর্য্য রাই বচ্চনকে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ফের তলব করা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

বিদেশে প্রচুর সম্পত্তি রাখার অভিযোগে বিদেশি মুদ্রা আইন (ফেমা)-এ অমিতাভ বচ্চনের পূত্রবধূকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দফতরে। সোমবার বেলার দিকে তিনি সেখানে পৌঁছন। সন্ধ্যার পরে ইডি দফতর থেকে বেরোন ঐশ্বর্য্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ ভার্জিন আইল্য়ান্ডে তিনি তাঁর সম্পদ গচ্ছিত রেখেছেন। অভিযোগ, কর ফাঁকি দেওয়ার জন্যই এমন করেছেন ঐশ্বর্য্য। এর আগে আরও দু’বার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তখন তিনি সময় চেয়ে নিয়েছিলেন। ২০১৭ সাল থেকে ইডি এই মামলার তদন্ত করছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিদেশে সম্পত্তি গচ্ছিত রাখার বিষয়টি ব্যাখ্যা পেতে ২০০৪ সালে বচ্চন পরিবারকে ডেকেছিল ইডি। সূত্রের খবর, গত ১৫ বছরের টাকা দেওয়া-নেওয়ার সমস্ত নথি ইডি-র কাছে জমা দিয়েছেন ঐশ্বর্য্য।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২০শে ডিসেম্বর ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.