Type Here to Get Search Results !

সভ্যপদ সংগ্রহ অভিযানে নামছে বামপন্থী যুবারা ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ভিতকে মজবুত করে নিতে চাইছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। এরা নামছে সভ্যপদ সংগ্রহ অভিযানে। সম্ভবত সভ্যপদ সংগ্রহ অভিযানের পর শুরু হবে আন্দোলন কর্মসূচি। শনিবার এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে উক্ত দুই সংগঠন। ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে তাদের সম্পদ সংগ্রহ অভিযান চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪০ বছর পর্যন্ত যুবক যুবতীদের ৫ টাকার বিনিময়ে সদস্যপদ গ্রহন করতে পারবেন। এদিকে ৮ দফা দাবিসনদও উত্থাপন করা হয়।

দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে সমস্ত শূন্য পদ পূরণ করা, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করা, টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া জারি রাখা, ১০৩২৩ শিক্ষকদের চাকরির নিয়োগ, রেগার মজুরি বৃদ্ধি ও বছরে ২০০ দিনের কাজের ব্যবস্থা করা ইত্যাদি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৫শে ডিসেম্বর ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.