তৃণমূল কংগ্রেসকেই যত ভয়। তার জন্যই কোভিড-ওমিক্রন আসছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ২ জানুয়ারি। আর ওমিক্রন আসছে ঠিক তার আগের দিন ১ জানুয়ারি থেকে। রাজ্যের এক মন্ত্রী বলেছেন ওই দিন থেকে কোভিডের বিধিনিষেধ মানতে হবে। তাই এর পেছনে কি উদ্দেশ্য তা বোঝার অপেক্ষা রাখে না। এমনটাই বললেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।
শনিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগরে দেন সুবল বাবু। তিনি বলেন এখন কোভিড ওমিক্রন কিছুই নেই। এরা আসবে ১ জানুয়ারি থেকে। ভবিষ্যৎ বলে দিয়েছে রাজ্যের এক মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি। ২ তারিখে আসছেন অভিষেক ব্যানার্জি। ৫ তারিখ ডেপুটেশন দেওয়া হবে রাজ্যপালের কাছে। তাই এর পেছনে কি উদ্দেশ্য তৃণমূল বুঝে গেছে।সুবল বাবু দাবি জানান মুখ্যমন্ত্রী এখন যে অনুষ্ঠানগুলি করছেন তাও যেন বন্ধ করা হয়। তাহলেই বোঝা যাবে সরকার ওমিক্রন নিয়ে সচেতন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৫শে ডিসেম্বর ২০২১