আগরতলা পুর নিগমের বিজেপি'র বিজয় মিছিল অব্যাহত রয়েছে। গত রবিবার ফল ঘোষণার পর দেখা যায় ৫১টি ওয়ার্ড এই জয় হাসিল করে। বিজেপি'র প্রার্থীরা তারপর থেকে এক সপ্তাহ ধরে বিভিন্ন ওয়ার্ডে বিজয় মিছিল কিংবা ভোটারদের ধন্যবাদ জানিয়ে রেলি করা হচ্ছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ভাবে দলের রাজ্য কার্যালয় থেকে ধন্যবাদ রেলি বেরিয়েছিল। রবিবার সাত নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরো নিগমের ৭টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে বিজয় মিছিল বের হয়। এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবন থেকে এদিন বিকেলে মিছিলটি বের হয়েছে।
মিছিলের পুরোভাগে মাইক হাতে ছিলেন বিধায়ক শ্রী দত্ত। ছিলেন সাতটি ওয়ার্ডের বিজয়ী প্রতিনিধিরা। মিছিলটি রামনগর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে লেইক চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৫ই ডিসেম্বর ২০২১