কৃষক আন্দোলনের ঐতিহাসিক জয়কে অভিবাদন জানিয়ে আগরতলায় বিজয় মিছিল করলো সংযুক্ত কিষাণ মোর্চা। মেলারমাঠ এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর প্যারাডাইস চৌমুহনীতে হয় সভা। সেখানে বক্তব্য রাখেন পবিত্র কর, জিতেন্দ্র চৌধুরীর মতো নেতৃত্বরা।
কৃষক সভায় রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, কৃষকরা জানেন কিভাবে আন্দোলন করে অধিকার আদায় করতে হয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা মাঠে মাঠে পড়ে থাকেন।সেই কৃষকদের আন্দোলনে সরকার বাধ্য হয়েছে কৃষি আইন প্রত্যাহারসহ কৃষকদের অন্যান্য দাবি মেনে নিতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় ভিত্তিতে কৃষকদের স্বার্থে নয় দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর আগরতলায় কৃষকদের নিয়ে এক আন্দোলন কর্মসূচি পালন করা হবে। তার আগে জেলা ও মহাকুমা স্তরে চলবে প্রচারাভিযান। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও শেষ পর্যন্ত সরকার কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হওয়া কৃষকদের কুর্নিশ জানান। সরকার যে একচেটিয়াভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে তার সমালোচনা করতেও ছাড়েননি তিনি। এদিকে এআইকেকেএমএস এর পক্ষ থেকেও কৃষকদের ধন্যবাদ জানানো হয়। তাদের এই কর্মসূচিতে এ আইডিএসও এবং এআইএমএমএস-এর মতো সংগঠনগুলো অংশ নেয়। কৃষকদের আন্দোলনের চাপে সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় বলে জানান এআইএমএমএস এর নেতৃত্বরা।এদিন বিজয় দিবস পালন করেন তারা। প্লেকার্ড হাতে নিয়ে কৃষকদের ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই ডিসেম্বর ২০২১