দেশজুড়ে পালিত হল ৭৩তম সাধারণতন্ত্র দিবস। কোভিডবিধি মেনেই এবারও দিল্লির রাজপথে হয় কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেই কোনও বিদেশি অতিথি। কাটছাঁট হয়েছে অনুষ্ঠানেও। তবুও বর্ণাঢ্য শোভাযাত্রায আপ্লুত দেশবাসী। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির রাজপথে দেখা যায় ফৌজের সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, পিটি-৭৬, অর্জুন এমকে-ওয়ান ট্যাঙ্কও। শুধু তাই নয়, এদিন দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান প্রদর্শন কেন্দ্রের। নগরোন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছিল বিশেষ ট্যাবলো। সেখানে তাঁর আবক্ষ মূর্তির পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁর অবদান তুলে ধরা হয়েছিল। সঙ্গে শোনা যায় নেতাজির কণ্ঠস্বরও। উল্লেখ্য, এই প্রথমবার, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথের কুচকাওয়াজে অংশ নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তাঁদের থিম ছিল, ‘উড়াল’ প্রকল্প। যার মাধ্যমে স্বল্প খরচে দেশের বিভিন্ন ছোট ছোট শহরকে বিমানপথে যুক্ত করা হচ্ছে। এদিকে সাধারণতন্ত্র দিবসে রীতি মেনে আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করলেন ভারত ও পাকিস্তানের সেনা।
আরশিকথা দেশ-বিদেশ
তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট
২৬শে জানুয়ারি ২০২২