সিপাহীজলা জেলায় আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুদের পড়াশুনার সুযোগ সুবিধা সম্প্রসারণের জন্য ১০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষামূলক ট্যাবলেট সেট দেওয়া হয়েছে। সিপাহীজলা জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন শিশুর হাতে ট্যাবলেট সেটগুলি তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং আলফা জিও (ইন্ডিয়া) লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ, জেলাশাসক বিশ্বশ্রী বি, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক জে বি দোয়াতি, জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক চন্দ্রানী বিশ্বাস প্রমুখ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৭শে জানুয়ারি ২০২২