আগরতলাস্থিত বাংলাদেশ দূতালয়ের নতুন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ
আরশি কথাজানুয়ারী ১৩, ২০২২
0
।।প্রভাষ চৌধুরী,বাংলাদেশ,আরশিকথা।।
রাজ্যে বাংলাদেশ দূতালয়ে সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন আরিফ মোহাম্মাদ। তিনি বিদায়ী সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
যোগদানের বিষয়টি আরিফ মোহাম্মাদ নিজেই আরশি কথাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাত্র দু’দিন হলো আগরতলা সহকারী হাইকমিশনে যোগ দিয়েছি। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে অটুট থাকে সেই চেষ্টা অব্যাহত রাখব। একই সঙ্গে দু’দেশের মধ্যে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাব।
আরিফ মোহাম্মাদ আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রাজ্য ত্রিপুরা। এখানে এসে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে এ অঞ্চলের মানুষের অনেক মিল রয়েছে। বিশেষ করে সাহিত্য-সংস্কৃতির দিক দিয়ে। যতদূর জেনেছি, এখানকার মানুষ অনেক আন্তরিক। এখানে দায়িত্বপালনকালে সবার সহযোগিতা কামনা করছি।
এর আগে জাপানের রাজধানী টোকিও’র বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।
সহকারী হাইকমিশন সূত্র জানায়, আরিফ মোহাম্মাদ জাপান থেকে আকাশপথে ঢাকায় আসেন। পরে সড়কপথে রোববার সন্ধ্যা পৌনে ৬টায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে আগরতলায় পৌঁছান তিনি। এ সময় আখাউড়া-আগরতলা সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. রেজাউল হক চৌধুরী, মিশনের ফার্স্ট সেক্রেটারি (স্থানীয়) মো. এসএম আসাদুজ্জামান, সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ ও আগরতলা স্থলবন্দরের সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী। এছাড়াও আরিফ মোহাম্মাদকে ফুলের শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
সূত্র আরও জানায়, আরিফ মোহম্মদ আগরতলায় যোগদান করায় এ নিয়ে সহকারী হাইকমিশনার হিসেবে তার দ্বিতীয় পোস্টিং। অপরদিকে বিদায়ী সহকারী হাইকমিশনার মো. জোবায়েদ হোসেন পদোন্নতি নিয়ে ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন। জোবায়েদ হোসেন ২০২০ সালের ২২ অক্টোবর আগরতলায় সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেছিলেন।