Type Here to Get Search Results !

টিকা না নিলেই বাড়ছে মৃত্যুর ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


হয় করোনার ভ্যাকসিনের একটি ডোজও নেননি, অথবা একটিমাত্র ডোজ নিয়েছেন, কোভিডের তৃতীয় ঢেউয়ে মৃতদের অধিকাংশ এরাই। মৃতদের ৬০ শতাংশের ক্ষেত্রেই উঠে এসেছে এমন তথ্য। রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালের গবেষণায় এমন তথ্যই সামনে এসেছে। ম্যাক্স হেল্থ কেয়ারের বিশেষজ্ঞদের আরও দাবি, অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে ৭০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের। যাঁদের কিডনি, হৃদরোগ, ডায়বেটিস, ক্যানসারের মতো কঠিন কো-মর্বিডিটি রয়েছে। দিল্লির এই হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমাদের এখানে সবরকম সবরকম চেষ্টার পরেও ৮২ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬০ শতাংশের হয় একটি টিকা নেওয়া ছিল অথবা তাঁরা একটি টিকাও নেননি।” দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন-এরও বক্তব্য, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তাঁদেরই, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা কোমর্বিডিটি রয়েছে। দিল্লির হাসপাতালটি আরও জানিয়েছে, কোভিডের প্রথম ঢেউয়ে ৬৩ শতাংশ রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়েছিল, দ্বিতীয় ঢেউয়ে ৭৪ শতাংশ রোগীর তা লেগেছিল। আর তৃতীয় ঢেউয়ে মাত্র ২৩.৪ শতাংশ রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়ছে। বেসরকারি হাসপাতালটির গবেষক চিকিৎসকদের আরও দাবি, দ্বিতীয় ঢেউয়ে যখন দিল্লির ২৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছিল, তখনই শহরের হাসপাতালগুলির আইসিইউ বেডে জায়গা ছিল না। গত সপ্তাহে তার চেয়ে অনেক বেশি আক্রান্ত হওয়া সত্বেও এখনও আইসিইউ বেড নিয়ে হাহাকার পড়েনি রাজধানীতে।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্যসূত্রঃ ইন্টারনেট

২২শে জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.