৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, এই দিনটি আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গণতান্ত্রিক দেশ বানানোর জন্য ২৬ শে নভেম্বর ১৯৪৯ সনের ভারতের সংবিধান সভা দ্বারা গৃহিত সংবিধান এই দিনে ১৯৫০ সনে লাও করা হয়েছিল। তিনি এই শুভ দিনে সৎ এবং আত্মত্যাগের মনোভাব নিয়ে যারা দেশের ভূমি, সমুদ্র এবং আকাশ সীমান্ত রক্ষা করে আসছেন সেইসব স্বশস্ত্র বাহিনী, রাজ্য এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাহসী বীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতবর্ষের বিকাশ দেশের প্রতিটি অংশের বিকাশের উপর নির্ভর করে। উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ছাড়া ভারতের বিকাশ অসম্পূর্ণ। তাই ভারত সরকার এই দ্রুত উন্নয়ন এবং প্রগতির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজ্যপাল এই শুভ মুহূর্তে ত্রিপুরা রাজ্যকে উজ্জ্বল এবং সমৃদ্ধ বানানোর জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে জানুয়ারি ২০২২