রাজ্যে প্রথমবারের মতো ওপেন হার্ট সার্জারিতে সাফল্য অর্জনকারী পুরো মেডিকেল টিমের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার এই পুরো টিম মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আয়ুষ্মান ভারতের সহায়তায় রাজ্যে প্রথম বারের মত সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে জিবি হাসপাতালে। সম্পূর্ণ বিনামূল্যে উদয়পুরের এক রোগিনীর এই অস্ত্রোপচার হয়। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নত পরিষেবা প্রদানের সহায়তায় অন্য রাজ্যে রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। মানুষের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেখছে বলে জানান মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই সফল অস্ত্রপচারের জন্য পুরো মেডিকেল টিমের প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমেও এর উল্লেখ করেছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে জানুয়ারি ২০২২