প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের মহান সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যেক নাগরিকদেরই উচিত সংবিধানের প্রতি আনুগত্য রেখে উন্নত দেশ ও জাতি গঠনে নিজেদেরকে নিয়োজিত করা। ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার পাশাপাশি কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রে প্রগতির পথে এগিয়ে চলেছে আমাদের দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের ফলেই কোভিড পরিস্থিতির মধ্যেও দেশ আজ সার্বিক অর্থেই বিশ্বমাঝে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। উন্নয়নের এই ধারাকে অক্ষুন্ন রেখে আমাদের প্রিয় রাজ্যকেও আমরা শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যাব মহান প্রজাতন্ত্র দিবসে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। দেশের সার্বভৌমত্ব, একতা ও অখন্ডতাকে রক্ষা করতে গিয়ে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে জানুয়ারি ২০২২